"ভূয়া জেলেনস্কির ভিডিও ফুটেজ ভাইরাল"

ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি ভিডিও বার্তায় ইউক্রেনের সেনাদের প্রতি তাঁকে এ আহ্বান জানাতে দেখা যায়। মুহূর্তেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে জানা যায় ওই ব্যক্তি জেলেনস্কি নন।

"ভূয়া জেলেনস্কির ভিডিও ফুটেজ ভাইরাল"
ভূয়া জেলেনস্কির ভিডিও ফুটেজ ভাইরাল
বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, জেলেনস্কির মতো দেখতে একজন কথা বলছেন। ভিডিও ফুটেজের সঙ্গে মিল রেখে ঠোঁটও নড়ছিল তার। তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছিল তার শরীরের সঙ্গে মাথার সামঞ্জস্য ছিল না। আর ভিডিওতে বলা কথার সঙ্গে জেলেনস্কির কণ্ঠস্বরের কোনো মিল পাওয়া যাচ্ছিল না।ভিডিও থেকে নেওয়া একটি ছবি ইউক্রেনের টিভি চ্যানেল ইউক্রেনিয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এ ছাড়া ভিডিওতে দেওয়া বার্তা টিভিতে সম্প্রচার করা হয়। তবে পরে ইউক্রেনিয়া ২৪ একটি বিবৃতি দিয়ে জানায়, হ্যাক করার মাধ্যমে টেলিভিশনের নিচে বার্তা সম্প্রচার ও ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করা হয়েছিল।পরে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে তাঁর ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়ে জানান তাঁর নামে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ভুয়া। ভিডিওতে যাকে কথা বলতে দেখা যাচ্ছিল সেটা তিনি নন। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় সেনা নয় তিনি শুধু রাশিয়ার সেনাদের অস্ত্র ফেলে ঘরে ফেরার আহ্বান জানাতে পারেন।
 
বিবিসি বলছে, জেলেনস্কির নামে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ভুয়া। মূলত প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কোনো একজনের ছবিতে জেলেনস্কির মাথা লাগিয়েই এই ভিডিও তৈরি করা হয়েছে। এটা বলা হয় ‘ডিপফেক’। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশটির প্রেসিডেন্টকে নকল করে তৈরি এই ভিডিও ফুটেজই প্রথম ‘ডিপফেক’।