কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যক্তের অপরাধে ছাত্রকে কারাদন্ড

গোপাল গঞ্জের কোটালী পাড়ায় ছাত্রীদেরকে উত্যক্ত করার অপরাধে আশিষ বাড়ৈ অরফে উত্তম (১৮ বছর) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যক্তের অপরাধে ছাত্রকে কারাদন্ড
গোপাল গঞ্জের কোটালী পাড়ায় ছাত্রীদেরকে উত্যক্ত করার অপরাধে আশিষ বাড়ৈ অরফে উত্তম (১৮ বছর) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
 দন্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ অরফে উত্তম দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিলটন বাড়ৈর ছেলে ও ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র আজ বুধবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল উচ্চবিদ্যালয় এই ঘটনা ঘটে।
 
এর আগে আশিষ বাড়ৈ অরফে উত্তম বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীকে অশালীন মন্তব্য এসময় ছাত্রীরা প্রতিবাদ করলে ঐ ছাত্র একজন ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা করে ঘটনাটি ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক তাকে লাইব্রেরীতে আটকে রেখে গোপালগঞ্জ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ ও মোবাইলকোর্ট হাজির হয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ বাড়ৈ অরফে উত্তম কে দের বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিসেস আফিয়া শারমিন।এইসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।