ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর অতিবাহিত হচ্ছে আজ রোববার। দিনটিকে সিলেট জেলা বিএনপি ‘দশম গুম দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এম ইলিয়াস আলীসহ নিখোঁজ ও গুম হওয়া অন্য নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে দলটি।

ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি
ইলিয়াস আলী
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর অতিবাহিত হচ্ছে আজ রোববার। দিনটিকে সিলেট জেলা বিএনপি ‘দশম গুম দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এম ইলিয়াস আলীসহ নিখোঁজ ও গুম হওয়া অন্য নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে দলটি।
 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী গুম হন। গুম হওয়ার পর সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ বছরেও তা করা হয়নি। এ ছাড়া সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ ও জুনেদ আহমদ গুমের শিকার হয়েছেন। এমন অবস্থায় গুম হওয়া নেতা-কর্মীদের দ্রুত অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জানানো হচ্ছে।